২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বঙ্গভবনে সংবর্ধনা বাতিল

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 07:12:09

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বঙ্গভবনে সংবর্ধনা বাতিল

আসন্ন স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান এবং বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করতে যান। সেখানে সাক্ষাতকালে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশের জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর

right arrow