সিলেটে ৯ প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-31 16:53:19

সিলেটে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে নয়টি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২২ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে শহরতলীর গোটাটিকর এলাকার আদনান গ্রোসারি শপকে ছয় হাজার টাকা, নগরের সোবহানীঘাট এলাকার জননী বাণিজ্যালয়কে পাঁচ হাজার টাকা ও পুষ্পা বাণিজ্যালয়কে তিন হাজার টাকা, মহাজন পট্টির বণিক বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা ও তাহসিন ট্রেডাসকে চার হাজার টাকা, কালীঘাট বাজারের খান অ্যান্ড ব্রাদার্সকে পাঁচ হাজার টাকা ও পাল ট্রেডাসকে ১০ হাজার টাকা, শেখঘাট এালাকার মের্সাস শাহীন ট্রেডাসকে ১০ হাজার টাকা এবং নয়াসড়ক এলাকার ম্যাডগ্রিল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। সার্বিক সহায়তায় ছিল আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বার্তা২৪.কমকে বলেন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান চলবে। সামনে আরও বড় পরিসরে অভিযান হবে।

 

এ সম্পর্কিত আরও খবর