চাঁদপুরে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চাঁদপুরের হাজীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

বিজ্ঞাপন

এর আগে কৃষি মেলা উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়। এ সময় হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, কৃষি ব্লক সুপারভাইজার কামাল হোসেন পাটোয়ারী, নুরুজ্জামান ও আহসানুজ্জামান উপস্থিত ছিলেন। 

এ সময় র‍্যালীতে কৃষি সম্প্রসারণ অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কৃষিবিদরা অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে কর্মকর্তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

বিজ্ঞাপন