বাংলাদেশ থেকে ১২৬ জন ভুটানের নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ভুটানের ড্রুক এয়ারলাইনসের ফ্লাইটে তারা ফিরে গেছেন।
ঢাকাস্থ ভুটানের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, মোট ১২৬ জন ভুটানের নাগরিকদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থী। সকালে দুটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
দূতাবাসের কর্মকর্তা জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা ফিরে গেছেন। তবে ভুটান দূতাবাসের কোনো কূটনীতিক নিজ কর্মস্থল ত্যাগ করেননি।
উল্লেখ্য, ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়ন করেছেন। ১৯৯১ সালের নভেম্বরে বাংলাদেশের এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের ২৮তম ব্যাচের শিক্ষার্থী হয়ে এসেছিলেন তিনি।