শিক্ষার্থীদের আন্দোলন বুঝে গাড়ি নামাবেন পরিবহন মালিকরা

জেলা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 23:47:53

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলন বুঝে গাড়ি নামাবেন পরিবহন মালিকরা। যদি শিক্ষার্থীরা সড়কে নামে তাহলে শনিবার দিনের বেলা কোনো বাস চলবে না। রাতে দূরপাল্লার রুটে নাইট কোচ চলাচল করবে।

সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সংগঠন থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে সেটির প্রধান নৌমন্ত্রী শাহজাহান খান।

সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ভাংচুরের ভয়ে মালিকরা রাস্তায় বাস ছাড়েননি।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘গতকাল নাইট কোচেও বাঁধা দেওয়া হয়েছে। উত্তরা আব্দুল্লাহপুরে রাত সাড়ে ৯টায় ছাত্র নামধারীরা নাইট কোচ আটকে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘চারশোর ওপরে গাড়ি ভাংচুর করা হয়েছে। ৮টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। সিরাজগঞ্জ, বগুড়া টার্মিনালসহ বিভিন্ন স্থানে আক্রমণ হয়েছে। এ অবস্থায় গাড়ি চালানোর মতো পরিস্থিতি নেই। এখন সড়ক শঙ্কামুক্ত হলেই গাড়ি চালাব।’

সড়ক যতদিন না নিরাপদ হবে ততদিন বাস নামবে না—জানান খন্দকার এনায়েত উল্ল্যাহ।

এ সম্পর্কিত আরও খবর