অন্তঃসত্ত্বা নারী ও যারা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তাদেরকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে আইইডিসিআর।
শনিবার (২৮ মার্চ) করোনাভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং-এ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের পরিচালক ডা. মোহাম্মাদ হাবিবুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, যারা কিডনি, ডায়াবেটিস, ক্যান্সার রোগে ভুগছেন তারা একেবারেই ঘর থেকে বের হবেন না। এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন কেউ করোনাভাইরাসে শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় আরও ৪ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তারা মোট ১৪ দিন হাসপাতালে ছিলেন। লক্ষণ ও উপসর্গ দেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ৮-১৬ দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। তাদের মধ্যে জ্বর-কাশি ছিল। সুস্থ হয়েছেন যারা তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন মহিলা। এদের গড় বয়স ২৯ বছর। সর্বনিম্ন ২ বছর বয়স।