ফোর–জি ও থ্রি–জি ইন্টারনেট সেবা বন্ধ

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 09:17:39

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দিয়েছে সরকার।

শনিবার (৪ আগস্ট) সন্ধ্যায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি্)।

সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একদল দুষ্কৃতিকারী শিক্ষার্থীদের আন্দোলনকে অন্য খাতে নেওয়ার চেষ্টা করছে বলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা যায়।  

রাত আটটার পর থেকে মোবাইলে ইন্টারনেট সংযোগ প্রথমে ধীরগতি হতে থাকে এক পর্যায়ে ফোর-জি ও থ্রি-জি পাওয়া যায় না।

এ সম্পর্কিত আরও খবর