ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ৩ হাজার ৬৫১  মামলা

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:00:39

ঢাকা: রাজধানীতে ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ৬৫১ টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। এসময় আটক করেছে ৬৮ টি মোটর সাইকেল।

রোববার (৫ আগস্ট) চলতে থাকা ট্রাফিক সপ্তাহের প্রথম দিনের মামলা সম্পর্কে বার্তা২৪.কমকে এই তথ্য দেন ডিএমপি'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।

ট্রাফিক বিভাগ সূত্রের বরাত দিয়ে তিনি জানান, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪০৪ টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১২ টি ও বিভিন্ন স্টিকার ব্যবহার করার অভিযোগে ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার ৪০টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২৪৪টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৮০১ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮ ভিডিও এবং ২১টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

ডিএমপি পরিচালিত এই ট্রাফিক সপ্তাহ ৫ আগস্ট থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর