উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেট নগরের কর্মহীন মানুষদের সহযোগিতায় গঠিত সিলেট সিটি করপোরেশনের খাদ্য তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২ এপ্রিল) খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে অনুদানের টাকা হস্তান্তর করেন।
এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাধ্যতামূলক ছুটির কারণে নগরের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ খাদ্য সংকটে পড়েছেন। তাদের সহায়তা করবে সিসিকের খাদ্য ফান্ড। সেই ফান্ডে সহযোগিতা করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সিলেটবাসীর বিপদে সবসময় তিনি পাশে ছিলেন।
সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের প্রায় ৬৭ হাজার পরিবারকে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
এজন্য গঠন করা হয়েছে খাদ্য ফান্ড। সিলেটের ব্যবসায়ী, প্রবাসী, বিত্তবান মানুষের সহায়তায় ফান্ডে প্রায় দেড় কোটি টাকা মূল্যের খাদ্যসামগ্রী জমা হয়েছে। এর মধ্যে গত দুই দিনে নগরের প্রায় ২০ হাজার মানুষকে এই ফান্ড থেকে সহায়তা করা হয়েছে।