আলোকচিত্রী শহিদুল আলম ডিবি'র হেফাজতে

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 05:11:25

ঢাকা: দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী  শহিদুল আলমকে  জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৬ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা  বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাতে, শহিদুল আলমের স্ত্রী রেহনুমানের অভিযোগ করেন, ডিবি পরিচয় দেওয়া একদল লোক  ধানমণ্ডি ৯/এ সড়কের বাসার চারতলা থেকে তাকে ধরে নিয়ে গেছে। চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে শহীদুল সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর