সিরিজ জয়ে সাকিবদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 04:05:24

 

উইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাপ্রকাশ করেছেন।

সোমবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফ্লোরিডার লডারহিলে সোমবার সিরিজের শেষ ম্যাচের জয় পরাজয় বৃষ্টির কারণে নির্ধারিত হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। তাতে ১৯ রানের জয় পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। দীর্ঘ ছয়বছর পর বাংলাদেশের এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। সর্বশেষ সিরিজ জয়টি ছিল ২০১২ সালে আয়ারল্যান্ডে।

এ সম্পর্কিত আরও খবর