সিলেটে সোমবার থেকে করোনা পরীক্ষা শুরু : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-09-01 23:52:12

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আগামী সোমবার (৬ এপ্রিল) থেকে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় এক ভিডিও বার্তায় একথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষাগার স্থাপন করেছি। আগামী সোমবার থেকে সেখানে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে। এতে সিলেটবাসী উপকৃত হবেন।’

তিনি জানান, সারাদেশে ৪০ হাজার টন খাদ্য নিম্ন আয়ের মানুষদের মধ্যে বন্টন করা হয়েছে। সিলেট-১ আসনে যথেষ্ট খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে। সিলেট নগরে প্রয়োজনীয় বরাদ্দের চেয়ে ১০০ টন বেশি খাদ্য দেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ত্রাণ বিতরণে কেউ যদি অনিয়ম করে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমি শুনেছি আমাদের দলের এক নেতা সিটি করপোরেশনের ১২৫ বস্তা চাল জোর করে নিয়ে গেছেন। এটা দুঃখজনক।’

এ সম্পর্কিত আরও খবর