১৪ এপ্রিল পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 14:49:20

করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধের সময়সীমা ৭ দিন বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী ফ্লাইট চলাচল। তবে বিশেষ কার্গো ফ্লাইট ও নিয়মিত কার্গো ফ্লাইট যথারীতি চলবে।

রোববার ( ০৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন।

এর আগে, অভ্যন্তরীণ রুট ও যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশ ও অন্যান্য ১০ দেশের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আরো সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিমান। এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট যাবে না। দেশের অভ্যন্তরেও কোনো ফ্লাইট চলাচল করবে না বিমানের।

সিইও মোকাব্বির হোসেন বলেন, কেউ যদি এই সময়ের মধ্যে টিকিটের টাকা ফেরত নিতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর