করোনাভাইরাসের প্রভাবে ময়মনসিংহে কর্মহীন হয়ে পড়া ১৫ হাজার পরিবারের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
রোববার (৫ মার্চ) প্রতিমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে এ খাদ্য বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী সারোয়ার জাহান সৌরভ।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ ও একটি সাবান।
শনিবার (৪ মার্চ) বিকেলে প্রথম পর্যায়ে পাঁচ হাজার প্যাকেট ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দেড় হাজার প্যাকেট দেওয়া হয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর হাতে। বাকি সাড়ে তিন হাজার প্যাকেট উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপে আরো ১০ হাজার পরিবারে পর্যায়ক্রমে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান সৌরভ।