ঢাকা: শুধুমাত্র দেশপ্রেমের ভিত্তিতে শিক্ষার্থীদের আন্দোলন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক এমকিউ বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, এদেশটা সুশৃঙ্খল হোক, আরো সুন্দর হোক, কোন অন্যায় থাকবে না এই স্বপ্নে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে উঠেছে। তাহলে এটাকে(আন্দোলনকে)সমর্থন করবো না? আর সমর্থন করলে বলবেন, আমি রাজনীতি করছি। রাজনীতি কি এদেশে নিষিদ্ধ?
সোমবার (৬ আগস্ট)বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ ব্যানারে শিক্ষার্থীদের উপর নিপীড়নের প্রতিবাদ ও সংহতি সমাবেশে বি চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, আমি অবশ্যই রাজনীতি করবো। দেখতে হবে সেটা দেশের মঙ্গলের জন্য কিনা। যে রাজনীতি দেশের মঙ্গল বয়ে আনবে, সেই রাজনীতির জন্য রাজনীতিবিদদের জন্ম হয়েছে। অভিভাবকদের প্রতিবাদ করার ১৬ আনা অধিকার আছে। অন্যায় যদি আইন করে ফেলেন আমরা তা সব মুখ বুজে সহ্য করবো, বসে বসে দেখবো এটা কেমন করে আশা করা যায়? এটা আশা করা উচিত না।
বি চৌধুরী বলেন, শিক্ষার্থীদের দাবি কি ছিল? নিরাপদ সড়ক ও একটি সুশৃঙ্খল দেশ। অথচ সরকারি দলের গুন্ডারা প্রকাশ্যভাবে লাঠি অস্ত্র হাতে পুলিশের সহায়তায় শিক্ষর্থীদের মেরে আক্রমন করেছে। যা আমাদের জন্য খুবই লজ্জার।
তিনি বলেন, তারা যেসব পদক্ষেপ নিচ্ছে আপনি কি মনে করেন, এসব আইনসম্মত। ইজ এ জাস্টিস? তারা বলছে, উই ওয়ান্ট জাস্টিস। প্রতিটি পদক্ষেপ জাস্টিসের বদলে অন্যয় হয়ে যাচ্ছে। অবিচার যখন আইন হয়ে যায়, রুখে দাঁড়ানো তখন কর্তব্য হয়ে পড়ে।
বি চৌধুরী আরো বলেন, আজকে সবাই মিলে যদি প্রতিবাদ না করি, এক কণ্ঠে কথা না বলি তাহলে মনে হয় না এই সরকার বুঝুবে। কারণ, তাদের মূল শক্তি ইনজস্টিসের ভিত্তিতে। এটা হতে পারে না। আমরা প্রতিবাদ করবোই। আমাদের সন্তানদের হত্যা করার অধিকার কারো নেই। গুণ্ডা কিংবা পুলিশের নেই, এমনকি সরকারেরও নেই।