রংপুরে বিকেল পাঁচটার পর থেকে সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তবে শুধুমাত্র ওষুধের দোকানসহ কৃষিপণ্য পরিবহন ও বিপণনজনিত ক্রয়-বিক্রয় এ বিধি নিষেধের আওতামুক্ত থাকবে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসিব আহসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ, সামাজিক দূরত্ব নিশ্চিত ও জেলার সকল মানুষের স্বাস্থ্য-ঝুঁকির কথা বিবেচনা করে প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকে ওষুধের দোকান ব্যতীত সব ধরনের দোকানপাট, কাঁচাবাজার, হাটসমূহ ও মার্কেট বন্ধ ঘোষণা করা হলো।
তবে এই বিধি নিষেধের আওতামুক্ত থাকবে কৃষিপণ্য পরিবহন ও বিপণনজনিত ক্রয় বিক্রয় কার্যক্রম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে বলে জানান জেলা প্রশাসক আসিব আহসান।
এদিকে এই নির্দেশনার পর থেকে রংপুর মহানগরসহ জেলার প্রতিটি হাটবাজার ও দোকানপাট বন্ধ রাখতে প্রচারণা কার্যক্রম শুরু করেছে পুলিশ, র্যাবসহ প্রশাসনের লোকজন।