পলিথিন ব্যবহার রুখতে রাজধানীর বাজারে অভিযানে কর্তৃপক্ষ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পলিথিন ব্যবহার রুখতে রাজধানীর বাজারে অভিযানে কর্তৃপক্ষ

পলিথিন ব্যবহার রুখতে রাজধানীর বাজারে অভিযানে কর্তৃপক্ষ

পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে রাজধানীর বাজারে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটে এই অভিযান শুরু হয়।

বিজ্ঞাপন

তপন কুমার বিশ্বাস বলেন, আমরা আজও কোনো জরিমানা করব না। আমরা সচেতনতা কার্যক্রম পরিচালনা করব। এই সচেতনতা কার্যক্রম করে অনেকটা কাজ হচ্ছে। কিন্তু এর পরেও যদি দেখি কোনো কাজ হচ্ছে না তখন আমরা আইনগত ব্যবস্থা নিবো।

বিজ্ঞাপন