বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা দাবির ঘটনা ঘটেছে।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে টাকা চাওয়া হয় বলে জানা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বাকেরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে ডিসির মোবাইল নম্বর ক্লোন করে ফোন দিয়ে বলা হয় করোনা উপলক্ষে নতুন করে সরকারি ত্রাণ বরাদ্দ হয়েছে। এখন এই বরাদ্দে তাদের নাম যুক্ত করতে টাকা লাগবে বলে দাবি করে ৷ পরে মহিলা ভাইস চেয়ারম্যান জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেন। এরপর জেলা প্রশাসক তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন হয়েছে বলে ডিসি বরিশাল নামে ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে বলা হয় জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন/স্পুফিং করে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা চাওয়া হচ্ছে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
এছাড়াও এমন অভিযোগের বিরুদ্ধে জেলা প্রশাসক বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ক্লোনের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, তার অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭০৫৪০৬৫০১) ক্লোন/স্পুফিং হয়েছে। তাই এই নম্বর দিয়ে ফোন করে কারো কাছে কোনো টাকা দাবি করলে সাথে সাথে তাকে (ডিসি) জানানোর অনুরোধ করেন।