জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:35:59

 

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো দু’দিনের সফরে মঙ্গলবার (৭আগস্ট)  দুপুরে ঢাকা এসেছেন।

পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক তাকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানান।পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে মিয়ানমার হয়ে ঢাকা এসেছেন তিনি। দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসবেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক সূত্র মতে, ওয়ার্ল্ড এক্সপো ২০২৫ আয়োজন করতে চায় দেশটি। মূলত সে কারণে বাংলাদেশের সমর্থন আদায়ে তার এ সফর। এছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে চায় জাপান। এটা নিয়েও জাপান বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চেয়ে আসছে। এর আগে গত বছরের ১৯ নভেম্বর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকায় এসেছিলেন। সে সময় জাপানের পক্ষ থেকে জানানো হয়েছিলো রোহিঙ্গা সঙ্কটের পরিপ্রেক্ষিতে জাপান মানবিক সহায়তা দেবে। সে অনুযায়ী রোহিঙ্গাদের জন্য জাপান মানবিক সহায়তা হিসেবে ২৩ দশমিক ৬ মিলিয়ন ডলারও দিয়েছে।

এছাড়া রাখাইনে আগস্ট হামলার ঘটনায় নিন্দা জানিয়েছিলো জাপান। ওই সহিংসতার জেরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতি নিয়েও জাপান উদ্বিগ্ন। এছাড়া রোহিঙ্গাদের ফেরাতে জাপান বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর