নোয়াখালীতে ঘাস কাটা নিয়ে বিরোধে কৃষকের মৃত্যু, আটক ১

চট্টগ্রাম, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-29 23:37:17

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নিহতের নাম আবুল কালাম (৫৫)। তিনি দক্ষিণচর মজিদ গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণচর মজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর ঘাস কাটা নিয়ে পাশের বাড়ির রিয়াজের সঙ্গে নিহত আবুল প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াজ আবুল কালামের ওপর হামলা করে তাকে বেধড়ক কিল-ঘুষি দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

চর জব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত রিয়াজ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের স্ত্রীকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে, পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সম্পর্কিত আরও খবর