সড়ক দুর্ঘটনা: এসপি গোল্ডেন লাইনের মালিক ও চালক কারাগারে

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 07:50:49

 

ঢাকা: রাজধানীর মগবাজারে সড়ক দুর্ঘটনায় (বাস চাপায়) এক যুবকের মৃত্যু হওয়ায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক -চালককে কারাগারে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহ্দ বিন আমিন চৌধুরী আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে মামলাটির তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

রিমান্ড শেষে কারাগারে যাওয়া আসামিরা হলেন- সাতক্ষীরা-ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক মোঃ জুনায়েদ হোসেন লস্কর ও গাড়ীর চালক ইমরান সরদার। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করে দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩  আগস্ট মগবাজার গ্রান্ডপ্লাজার সামনে ঢাকা-সাতক্ষীরাগামী একটি দ্রুতগামী বেপরোয়া বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী মগবাজার কমিউনিটি হাসপাতালের চাকরিজীবী সাইফুল ইসলাম ওরফে রানা (২৩) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বিক্ষুব্ধ সাধারণ জনগণ গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ওই সময় একটি রিকশাকেও ধাক্কা দেয় বাসটি। এর ফলে আরও কয়েকজন মানুষ আহত হলে বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে এর চালককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

এ সম্পর্কিত আরও খবর