ঢাকা: বাংলাদেশ ও জাপানেরর মধ্যে পররাষ্ট্র মন্ত্রীর পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক মঙ্গলবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হয়েছে।
এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং জাপানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো দু’দিনের সফরে মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা এসেছেন।
পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক তাকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে মিয়ানমার হয়ে ঢাকা এসেছেন তিনি।
দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত বছরের ১৯ নভেম্বর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকায় এসেছিলেন। সে সময় জাপানের পক্ষ থেকে জানানো হয়েছিলো রোহিঙ্গা সঙ্কটের পরিপ্রেক্ষিতে জাপান মানবিক সহায়তা দেবে। সে অনুযায়ী রোহিঙ্গাদের জন্য জাপান মানবিক সহায়তা হিসেবে ২৩ দশমিক ৬ মিলিয়ন ডলারও দিয়েছে।
এছাড়া রাখাইনে আগস্ট হামলার ঘটনায় নিন্দা জানিয়েছিলো জাপান। ওই সহিংসতার জেরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতি নিয়েও জাপান উদ্বিগ্ন। এছাড়া রোহিঙ্গাদের ফেরাতে জাপান বাংলাদেশের পাশে রয়েছে বলেও জানিয়েছে।