ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের আগে সঞ্চয়পত্রের সুদের হার কমবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার (৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় আগামী জানুয়ারি থেকে সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে অটোমেশন সিস্টেম চালু করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আইআরডিকে কাজ করতে বলা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে তারা প্রতিবেদন দিবে। এর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সঞ্চয়পত্রের সুদ হার কমবে কি না।
নতুন সুদহার কখন কার্যকর হবে? সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “আগামী নির্বাচনের আগে সঞ্চয়পত্রের সুদহার বাস্তবায়ন করার সম্ভবনা নাই।”
মঙ্গলবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সঞ্চয়পত্রের সুদহার সমন্বয় করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন বলেও জানান অর্থমন্ত্রী