রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে বলেছে জাপান। রোহিঙ্গাদের ফেরাতে যে কোনো সহযোগীতায় বাংলাদেশের পাশে সবসময় থাকবে জাপান।
মঙ্গলবার সন্ধ্যায় ( ৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথিভবন মেঘনায় বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো একথা বলেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও এখানে জাপানের নাগরিকদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গাদের দুর্ভোগ লাঘবে দুই দেশ এক সঙ্গে কাজ করবে।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, মিয়ানমার কর্তৃক বিতাড়িত রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে বাংলাদেশ বিভিন্ন পরিকল্পনা দিয়েছে। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও শান্তির জন্য রোহিঙ্গাদের নিরাপদে ফেরা খুবই দরকার। জাপান রোহিঙ্গা ফেরাতে সহযোগিতার হাত বাড়িয়েছে। বাংলাদেশ কোরিয়া উপদ্বীপে শান্তির জন্য যে আলোচনা চলছে তাকে বাংলাদেশ স্বাগত জানায়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং জাপানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব মো. শহিদুল হকও উপস্থিত ছিলেন
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো দু’দিনের সফরে মঙ্গলবার (৭আগস্ট) দুপুরে ঢাকা আসেন।
এর আগে গত বছরের ১৯ নভেম্বর জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ঢাকায় এসেছিলেন।