ঢাকা: আদালতের অনুমতি ছাড়া খালেদা জিয়া জবানবন্দি বই আকারে প্রকাশ করার দায়ে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব ১০।
বুধবার (৮ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০'র কমান্ডিং অফিসার কাইমুজ্জামান খান সাংবাদিবদের এ কথা বলেন।
কাইমুজ্জামান খান বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দির কপি আদালতের অনুমতি ছাড়াই বই আকারে প্রকাশ করেছে আব্দুর রহমান নুর ওরফে রাজন মোল্লা এবং মেহেদি আরজান ইভান। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বই জব্দ করা হয়।
র্যাব ১০ 'র এই কমান্ডিং অফিসার বলেন, মঙ্গলবার (৭ আগস্ট) রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব বই এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে মুদ্রণ আইনে গ্রেফতার করে র্যাবের একটি টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আদালত এবং বিচার বিভাগ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্যই এই বই প্রকাশ করেছেন তারা।