করোনায় থেমে নেই জুয়াড়ির দল, অভিযান টের পেয়েই দৌড়!

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-20 12:04:37

করোনাভাইরাস আতঙ্কে ঘরবন্দী বিশ্ববাসী। এরইমধ্যে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর।

এ অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ও মানুষজনকে ঘরমুখো করতে সার্বক্ষণিক তৎপরতা চালিয়ে চাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। কিন্তু এ সময়টাতেও থেমে নেই জুয়াড়িরা। ভয় আর সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতের আঁধারে ঝটলা পাকিয়ে চালিয়ে যাচ্ছে জুয়ার আসর।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এমন খবর পেয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সেখানে হানা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। তবে অভিযান টের পেয়ে দৌড়ে পালিয়ে যান জুয়াড়িরা।

জাকির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাত্রিকালীন মনিটরিংয়ের সময় গোপনসূত্রে খবর পাই উপজেলার বড়হিত ইউনিয়নের বড়হিত উচ্চ বিদ্যালয়ে জুয়া খেলা হচ্ছে। পরে সেখানে অভিযানে গেলে গাড়ির শব্দ পেয়ে জুয়াড়ির দল দৌড়ে পালিয়ে যায়।’

এ সম্পর্কিত আরও খবর