বরগুনা জেলা লকডাউন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2023-08-28 08:57:48

বরগুনা জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গণবিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

গণবিজ্ঞপ্তি বলা হয়েছে, শনিবার সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত এবং সিভিল সার্জনের সুপারিশক্রমে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের আওতায় বরগুনাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ও নৌপথে অন্যকোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্যকোনো জেলায় যাওয়া যাবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও অনুরূপ নিষেধাজ্ঞা বহাল থাকবে। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, কেনা-বেচা, সংবাদকর্মী ও সংবাদপত্রসহ বিভিন্ন সেবার কাজ চলমান থাকবে। জেলা ও উপজেলা সীমানার প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর