ঢাকা: প্রতিটি স্থানীয় নির্বাচনে ব্যবহারের পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মহা পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি। সে ধারাবাহিকতায় ভোটে ইভিএমের ব্যবহার ও উপকারিতা জানাতে কেন্দ্রিয়ভাবে ইভিএম মেলা করবে ইসি। ঢাকায় বড় পরিসরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী মেলা করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই মেলা অনুষ্ঠিত হবে। সেখানে ইভিএম ব্যবহারের উপকারিতা ও ব্যবহার পদ্ধতি উপস্থাপন করা হবে। আমন্ত্রণ জানানো হবে বিশিষ্ট ব্যক্তিদের। এছাড়াও থাকবেন আইটি বিশেষজ্ঞরা। এরই মধ্যে বরিশাল অঞ্চলে একটি মেলা করা হয়েছে; সেখানে বেশ সাড়া পাওয়া গেছে।
ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে ব্যাপকভাবে ইভিএম ব্যবহারের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেয়া হচ্ছে ট্রেনিং। বর্তমানে ইসির সংগ্রহে ৩৮০ সেট ইভিএম রয়েছে। এখন পর্যন্ত তারা ২ হাজার ৫৩৫টি ইভিএম কিনেছে। ২৮ জুলাই শেষ হওয়া রাজশাহী, সিলেট ও বরিশালের সিটির ১৫টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়। এর মধ্যে রাজশাহী ও সিলেটের দুটি কেন্দ্রে ও বরিশালের ১১টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছিল।
মেলা প্রসঙ্গে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের পরিচালক (যুগ্ম সচিব) আবদুল বাতেন বলেন, ‘ইভিএম মেলা সফল করার জন্য বেশ কয়েকটি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের আলোকে মেলা অনুষ্ঠিত হবে। তবে এখনও এই মেলার তারিখ নির্ধারণ করা হয়নি। আগস্ট মাস শোকের মাস। এছাড়া কয়দিন পরই ঈদ। এজন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এটি অনুষ্ঠিত হতে পারে।’
এর আগে সিইসি কেএম নূরুল হুদা জানিয়েছিলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নেই ইসির। রাজনৈতিক দল ও ভোটাররা সর্বসম্মতি দিলেই নির্বাচনে ইভিএম ব্যবহার হতে পারে। ইসির সঙ্গে সংলাপে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে।