কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের নামে এটি ভুয়া ফেসবুক পেইজ খুলে দেশের চলমান নানা ইস্যু নিয়ে কুৎসা ও বিভ্রান্তিকর পোস্ট করা হচ্ছে।
Marzuk Russel নামের ঐ ভুয়া পেইজ থেকে শনিবার (১৮ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জানাজায় বিপুল সংখ্যক মানুষের অংশ নেওয়ার ঘটনার প্রেক্ষিতে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার চারপাশে তারকাটা দিয়ে ঘিরে ব্রাহ্মণবাড়িয়াকে নতুন একটি দেশ ঘোষণা করা হোক। যেই দেশে থাকবে বিচিশুকানো কিসমিস বাগান, সেই কিসমিস বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।’
এমন পোস্টের পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। শুরু হয় নানা ধরনের আলোচনা-সমালোচনা। এ বিষয়ে জানতে রবিবার (১৯ এপ্রিল) রাত নয়টায় মারজুক রাসেলের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ করে তিনি বলেন, “এমন সময়ে এ ধরনের পোস্ট করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার প্রয়াস চলছে। ওই পেইজ আমার না, কে বা কারা চালায় তাও জানি না। এর আগেও নোবেলকে নিয়ে এমন একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। এবারও তাই।”
মারজুক রাসেল জানান, বর্তমান লকডাউন পরিস্থিতির কারণে তিনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিতে পারেননি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই নেবেন আইনের আশ্রয়। নতুবা তিনি আশঙ্কা করেন, অন্যের অপকীর্তির দায়ে উল্টো আইনি ঝামেলায় পড়তে পারেন তিনি নিজেই।
কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল নব্বই দশকের শুরুতে কবিতা লিখতে শুরু করেন। পরে জনপ্রিয় ব্যান্ড ফিলিংসের জন্য (পরবর্তীতে নগর বাউল) গান লিখে রাতারাতি গীতিকার হিসেবে খ্যাতি পান। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্যাচেলর সিনেমায় অভিনয় তাঁকে অভিনেতা হিসেবেও চূড়ান্ত সাফল্য এনে দেয়। সেই থেকে তিনি আরো বহু চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং কাজ করেছেন অসংখ্য টেলিভিশন বিজ্ঞাপনে।