গণঅভ্যুত্থানে আহত-নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

এক সপ্তাহের মধ্যে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদান করাসহ ৯ দফা দাবি জানিয়েছেন জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতা।

রোববার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থানে সম্মুখসারির আহত ছাত্র-জনতার ব্যানারে 'জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সু-চিকিৎসার দাবিতে' আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে সম্মুখসারির আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে জানানো ৯ দফা দাবিগুলো হলো:

১। আগামী এক সপ্তাহের (১৯ জানুয়ারি) মধ্যে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে পরিচয়পত্র (স্মার্ট কার্ড) প্রদান করতে হবে।

বিজ্ঞাপন

২। আহতদের দ্রুত সু-চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে (দেশে/বিদেশে)। গণঅভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

৩। ২০২৪ গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতের পরিবারকে সরকারী মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে।

৪। গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহত পরিবারকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৫। ২৪ এর গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারকে পরবর্তী কোন সরকার উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিকভাবে কোন হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া যাবে না, এই মর্মে আইন পাস করতে হবে।

৬। জটিলতা নিরসন করে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ও নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা প্রদান করতে হবে।

৭। জুলাই গণঅভ্যুত্থানে জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

৮। ২৪ গণঅভ্যুত্থানের জন্য সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে।

৯। সকল দাবিগুলো সরকারিভাবে লিপিবদ্ধ করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এসময় মানববন্ধনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নিহতদের নিখুঁত তালিকা এবং আহতদের তালিকা করে আহতদেরকে মিনিমাম ৫০ লাখ টাকা করে দিতে হবে। নিহতদেরকে ১ কোটি টাকা করে দিতে হবে।

তিনি আরও বলেন, এই সরকারের প্রথম এবং প্রধান কাজ উচিত ছিল, আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা। এছাড়াও আহতদের ক্ষতিপূরণ দেওয়া সরকারের উচিত ছিল।

কবি নজরুল সরকারি কলেজের আহত শিক্ষার্থী মো: তৌফিক শাহারিয়ারের সভাপতিত্বে এবং মো: আল-আমীন ও রেজাউল করিম রেজার সঞ্চালনায় এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন, বুয়েটের এআরআই বিভাগের সহকারী অধ্যাপক ড. আরমানা সাবিহা হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের
কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সমন্বয়ক নাজমুল হাসান প্রমুখ।