অস্ট্রেলিয়ার নাগরিকদের ফেরাতে দ্বিতীয় বিশেষ ফ্লাইট

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 23:44:39

বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশন তার দেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের ফিরিয়ে নিতে দ্বিতীয় ভাড়া করা ফ্লাইট জোগাড়ের চেষ্টা করছে।

তাই আগ্রহী যাত্রীদের আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ২৮৫ জন অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারকে দেশে ফিরতে সহায়তা করেছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন ।

প্রথম ফ্লাইটে সিট পেতে নিবন্ধন করার জন্য ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন আহ্বান জানানোর পর ৩৩৯ জন আবেদন করেছিলেন।

হাইকমিশন জানিয়েছে, যারা প্রথম ফ্লাইটে যেতে পারেনি তাদের পুনরায় নিবন্ধন করার প্রয়োজন নেই। নিবন্ধিত সকলের সঙ্গে হাইকমিশন ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলীয় নাগরিকদের নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে

এ সম্পর্কিত আরও খবর