পঞ্চগড়ে ৪ ট্রাক চালককে ১ লাখ টাকা জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-20 13:18:45

সরকারি নির্দেশ অমান্য করে বালি ও পাথর বহন করার দায়ে ৪ ট্রাক চালককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শহরে ওই ৪ ট্রাকের চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট আমিনুল ইসলাম এ জরিমানা প্রদান করেন।

করোনাভাইরাসের সক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন পাথর ও বালির পয়েন্টে ট্রাক লোড করে যাওয়ার সময় পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে ওই ৪টি ট্রাককে জব্দ করে পুলিশ। পরে ওই ৪টি ট্রাকের প্রত্যেক চালককে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ট্রাকে থাকা বালি ও পাথর স্থানীয় চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট আমিনুল ইসলাম জানান, প্রশাসনের নির্দেশ অমান্য করার দায়ে পাথর ও বালি বহন করা ওই ৪টি ট্রাকের চালকদের ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পাথর-বালি প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।

 

এ সম্পর্কিত আরও খবর