কমলাপুরে দুই ঘন্টা বন্ধ ছিল টিকিট বিক্রি

জেলা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 11:45:16

ঢাকা: কমলাপুর রেলওয়ে স্টেশনে দুই ঘন্টা বন্ধ ছিল টিকিট বিক্রি। এমন ঘটনায় হাজার হাজার টিকিট প্রত্যাশীদের বিড়ম্বনায় পড়তে দেখা যায়।

রেলস্টেশনের কম্পিউটার সমস্যার কারণে প্রায় দুইঘন্টা টিকিট বিক্রি বন্ধ থাকে। তবে এট সার্ভারের ত্রুটিতে নয়-বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।  একই কারণে চট্টগ্রামেও ৪০ মিনিট টিকিট কাটা বন্ধ ছিলো।

শনিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় কমলাপুর রেলওয়ে স্টেশানের কিছু কিছু কম্পিউটারে জঠিলতা দেখা দেয়। পরে সাড়ে ১০ টা থেকে সব কাউন্টারে একই সমস্যা তৈরি হয়।

স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানিয়েছেন, ‘সার্ভারে কোন ত্রুটি নেয়। ইন্টারন্টে কানেক্টিটিভিটিতে সমস্যা। তার সমাধানে চেষ্টা করছেন। বেলা ১২ টা থেকে টিকিট কাটা প্রক্রিয়া সচল রয়েছে।

তবে এই দুই ঘন্টা টিকিট বিক্রি বন্ধ থাকায় লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীদের হৈহুল্লোড় করতে দেখা যায়। তারা জানান, আমরা কেউ বারো ঘণ্টা, কেউ তারো বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছি। এমন বিড়ম্বনা মেনে নেওয়া যায় না।  

এর আগে সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। দেওয়া হচ্ছে ২০ আগস্টের অগ্রিম টিকিট ।

এ সম্পর্কিত আরও খবর