সাভার: আশুলিয়ার নয়ারহাটে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষার্থীর ল্যাপটপ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আশুলিয়া থানার মামুন হোসেন নামে পুলিশের এক এএসআইকে ক্লোজড করা হয়েছে।
শনিবার (১১ আগস্ট) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, নিটারের শিক্ষার্থী নোমান তার ব্যবহৃত ল্যাপটপ বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেয়। সেই সূত্র ধরে গত রাতে এএসআই মামুন সাদা পোশাকে একটি মাইক্রোবাসে দুই-তিনজন সোর্স নিয়ে ল্যাপটপ দেখার কথা বলে শিক্ষার্থীকে বাইরে ডেকে আনে। এক পর্যায়ে শিক্ষার্থীকে ভয় দেখিয়ে ল্যাপটপ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে অন্য শিক্ষার্থীরা খবর পেয়ে তাদের আটকে ফেলে। পরে এএসআই মামুন তার পরিচয় দিয়ে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যায়। তবে এ সময় এক সোর্সকে আটক করে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। এ ঘটনার পর থেকে এএসআই মামুনের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রয়েছে।
এ ঘটনার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে এএসআই মামুন ও তার সোর্সদের বিরুদ্ধে সাধারণ ডায়েরিসহ লিখিত দুইটি অভিযোগ দেয়া হয়েছে।