জিপগাড়ি পেলেন বরিশালের ৬ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-19 15:16:58

সরকারি জিপগাড়ি পেলেন বরিশালের ৬ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এ বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডাক্তার মনোয়ার হোসেন।

তিনি জানান, বরিশাল সদর, আগৈলঝাড়া, গৌরনদী, বাবুগঞ্জ, বানারীপাড়া, মেহেন্দীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা সরকারি জিপগাড়ি পেয়েছেন। এটি তাদের দীর্ঘদিনের দাবি ছিল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গাড়িগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পৌঁছায়।

এছাড়াও রিকুইজিশন অনুযায়ী জেলা প্রশাসনের সহযোগিতায় প্রত্যেক উপজেলায় একটি করে মাইক্রোবাস চলাচলের সুযোগ করে দেয়া হবে। যার চালক ও ফুয়েল খরচ সিভিল সার্জন অফিস বহন করবে বলেও জানান মনোয়ার হোসেন।

উল্লেখ্য, এর আগে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নামে গাড়ি বরাদ্দ দেয়া হয়। উজিরপুর, মুলাদী ও হিজলা উপজেলায় পর্যায়ক্রমে গাড়ি বরাদ্দ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও খবর