গরুর শিংয়ের আঘাতে প্রাণ গেল ক্রেতার

জেলা, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:20:09

পাবনা: কোরবানির গরুর শিংয়ের আঘাতে আতার প্রামাণিক (৫৫) নামে একজন মারা গেছেন।

শনিবার (১১ আগস্ট) দুপুরে পাবনা পৌর সদরের শরৎনগরে অবস্থিত কোরবানির পশুর হাটে গরু নিতে এসেছিলেন তিনি। এ সময় এ দুর্ঘটনা ঘটে। আতার উপজেলার মন্ডতুষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের মৃত ইলম প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে আতার কোরবানির গরু কেনার জন্য পৌর সদরের শরৎনগর পশুর হাটের মূল ফটকের সামনে ব্রিজের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের মধুরঘাতি গ্রামের আব্দুল মোমিনের গরু শিং দিয়ে তাকে আঘাত করলে তিনি ব্রিজ থেকে নিচে পড়ে যান।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর