জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এক শোকবার্তায় উপাচার্য বলেন, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী ও শিক্ষাবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তান হারালো। তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতি। একই সঙ্গে অধ্যাপক ড. সামসুদ্দিন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে ঘুমের মাঝে অধ্যাপক জামিলুর রহমানের ‘হার্ট অ্যাটাক’ হয়। এরপর ভোরের দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।