রামুতে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-19 22:42:06

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ রশিদ ওরফে খোরশেদ (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

জেলা ডিবি'র পরিদর্শক মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলযোগে ইয়াবা নেওয়ার পথে রামুর জোয়ারিয়ানালা এলাকায় তাকে থামতে বলা হয়। না থেমে তিনি ডিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াবাসহ তার মরদেহ উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর