সিলেট বিভাগে আরো ৬৬ জন করোনায় আক্রান্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-27 22:44:03

সিলেট বিভাগে আরো ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (১ মে) ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে নমুনা পরীক্ষা শেষে নতুন এই ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সবার নমুনা পরীক্ষায় জট সৃষ্টি হওয়ায় প্রায় এক হাজার নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৬৬ জনের করোনা ধরা পড়েছে।

তিনি আরো জানান, পাঠানো নমুনাগুলো ল্যাব আইডি দিয়ে পাঠানো হয়েছিল। যে কারণে কোন কোন রোগীর ফলাফল পজিটিভ এসেছে তা এখনো শনাক্ত করা যায়নি। আমাদের কাছে মেইল আসলে ল্যাব আইডি দেখে রোগী শনাক্ত করা হবে।

তবে শনাক্তের সংখ্যা ৬৬ জনই চূড়ান্ত নয় জানিয়ে তিনি বলেন, ‘এই সংখ্যা আরো বাড়তে পারে। রাতে মেইল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে আক্রান্তের সংখ্যা কত। তবে ৬৬ জন থেকে কমার সম্ভাবনা কম।’

উল্লেখ , সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। নতুন ৬৬ জনসহ সিলেট বিভাগে মোট ১৭৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর