ছিন্নমূলদের পাশে দাঁড়াতে সহযোগিতা চায় ‘মাঞ্জা গ্রুপ’

, জাতীয়

নিউজ ডেস্ক বার্তা২৪.কম | 2023-08-31 14:55:25

ঢাকা শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় ফুটপাতে রাত কাটায়, তাদের নেই কোনও বাড়িঘর, নেই রোদ বৃষ্টিতে মাথা গোজার ঠাঁই। করোনাভাইরাস পরিস্থিতিতে সবাই দুস্থদের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে রান্না করে খাওয়ার জন্য। কিন্তু এদের নেই রান্না করার জায়গাও। বিক্রি করে কিছু কিনে খাবে সেই উপায়ও নেই।

এ অবস্থায় সুবিধাবঞ্চিত অসহায় ছিন্নমূল মানুষদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন পুরান ঢাকার ১২ জন যুবকের সেচ্ছাসেবী দল ‘মাঞ্জা গ্রুপ’। নিজেদের উদ্যোগে করোনা মহামারির শুরু থেকে প্রতিদিন কয়েকশ ছিন্নমূল মানুষের একবেলা খাবারের ব্যবস্থা করছে তারা। তবে নিজেদের অর্থায়নে তাদের এই উদ্যোগ ক্রমাগত এগিয়ে নিতে ব্যর্থ হচ্ছে তারা। তাদের ইচ্ছা শত থেকে হাজারও ছিন্নমূল ও অসহায় মানুষের উপকার করা। পাশাপাশি বিত্তবানদের কিছুটা সহযোগিতা থাকলে তাদের সহায়তা কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছে মাঞ্জা গ্রুপ।

বর্তমানে শতাধিক ছিন্নমূল মানুষের খাবার বিতরণ করছে তারা

রমজানেও প্রতিরাতে তারা ছিন্নমূলদের খাবার দিচ্ছেন। মাঞ্জার একজন সদস্য বলেন, ‘আমরা অল্প পরিসরে শুরু করলেও এখন আমাদের ইচ্ছা আরও বেশি মানুষকে খাবার পৌঁছে দেওয়া। এটা আসলেই দুঃখজনক যখন খাবার শেষ হয়ে যায়, তখনও দেখি কেউ এসে একটা খাবার পাওয়ার জন্য আকুতি করছে। নিজেদের কাছেই তখন খারাপ লাগে যে কেন আমরা আরও একটু বেশি খাবার সরবরাহ করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘সবার অল্প অল্প সহযোগিতার হাত সহায় সম্বলহীন মানুষগুলোর মুখে এক টুকরো হাসি ফোটাতে পারে। তাদের ক্ষুধায় ভরা পেটে আহার দিতে পারে।’

সহায়তার জন্য 01670433668 ও 01610142143 (পার্সোনাল) বিকাশ নম্বরে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।

এ সম্পর্কিত আরও খবর