সাধারণ ছুটি ১৫ মে পর্যন্ত

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 02:05:56

করোনা পরিস্থিতির কারণে আগামী ১৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ধীরে ধীরে কিছু জিনিস উন্মুক্ত করছি। সেখানে সবাই নিজেকে সুরক্ষিত রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলবেন, অবশ্যই মুখে মাস্ক লাগিয়ে রাখবেন। সবাই মাস্ক পড়বেন। ব্যবসা বাণিজ্য যাতে সচল থাকে সেজন্য আমরা দোকান পাট কিছু কিছু খুলে দেওয়ার ব্যবস্থা করছি। ঈদের সময় যাতে মানুষ কেনাকাটা করতে পারে, সে ব্যবস্থা করছি। তবে বেশি মানুষ যেন সমাগম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি।

সোমবার (০৪ মে) গণভবন থেকে রংপুর বিভাগের কয়েকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে কয়েক দফায় দেশের ৫৮টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।

 

এ সম্পর্কিত আরও খবর