ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী শাওনসহ গ্রেফতার ৭, অস্ত্র উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 21:35:43

ময়মনসিংহের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মহানগর যুবলীগের সদস্য ইয়াছিন আরাফাত শাওন এবং তার ছয় সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, একটি রিভালভার, তিনটি ম্যাগাজিন দুটি শটগান, একটি টেলিস্কোপিক সাইট, সাতটি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গোলাবারুদ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অন্য ছয় সহযোগী হলেন- মাসুদ পারভেজ (৩০), রায়হান আহম্মেদ রাজীব (২৮), মানিক মিয়া (২৭), হৃদয় আহম্মদ রাজীব (১৮), রাজীব (৩০), বাপ্পি খান (৩৬)।

উদ্ধারকৃত অস্ত্র

শনিবার (৯ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার ভোরে নগরের পুরোহিতপাড়া এলাকার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ইয়াছিন আরাফাত শাওন ও তার ভাই মাসুদ পারভেজ ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, চোরাচালান, ছিনতাই ডাকাতি ও মাদকের ৭-৮টি মামলা রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনা সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন চলছে।’

এ সম্পর্কিত আরও খবর