বন্ধু রাষ্ট্র ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আসছে। শনিবার (০৯ মে) ভারতের গেদে পয়েন্টে ৪২ ওয়াগন (বগি) ভর্তি পেঁয়াজ বাংলাদেশে হস্তান্তর করা হয়। বাংলাদেশ শুল্ক বিভাগের অনাপত্তি পত্র পাওয়া সাপেক্ষে এসব পেঁয়াজ বাংলাদেশে রেলওয়ের কাছে খালাস করা হবে।
বৈশ্বিক করোনাভাইরাসের প্রভাবে দ্বিপাক্ষিক বাণিজ্যের যে বিঘ্ন ঘটেছে। ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে তার কিছু প্রভাব পড়েছে। ভারত সরকার বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিশ্চিত করার জন্য বাংলাদেশের রেলপথ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ নিশ্চিত করার জন্য পেঁয়াজ বোঝাই ৪২টি বগি বাংলাদেশে পাঠানো হয়েছে।
পরবর্তীতে আরো অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। এসব পণ্য পাঠানোর জন্য রেলওয়ের ৪টি রুট ব্যবহার করা হবে। রুটগুলো হচ্ছে, গেদে-দর্শনা, পেট্রাপোল-বেনাপোল, সিংহাবাদ-রোহানপুর, রাধিকাপুর-বিরল।