রাজবাড়ীতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের কাজল শেখের বসত বাড়িতে অভিযান চালিয়ে কাজল শেখ (২৮) ও রানা আহমেদ (২২) নামের দু’জন সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ১টি বন্দুক, ১৩টি ককটেল ও ১টি মোবাইল ফোন সেট উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।
আটককৃত কাজল শেখ বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাথ আলী শেখের ছেলে এবং রানা আহমেদ একই গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাংশা মডেল থানার এসআই জোবাইন ফেরদৌস, এসআই মো. শিহাবুদ্দীন, এসআই সাজিদ আহমেদ ও এএসআই হাবিবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ককটেলসহ তাদের আটক করে। এ বিষয়ে এসআই জোবাইন ফেরদৌস বাদী হয়ে কাজল শেখ ও রানা আহমেদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনের ১৯ (এ) তৎসহ বিস্ফোরক দ্রব্য আইন মামলা দায়ের করেছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ধৃত আসামিরা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। এলাকায় তাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।