বঙ্গবন্ধুর মৃত্যুর পরেও তার সঙ্গে বেইমানি করা হয়েছে

জেলা, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 20:01:01

ব্রাহ্মণবাড়িয়া: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। কারণ তার ভয় ছিল খুনিরা দেশে ফিরে যদি তার নাম বলে দেয়। জিয়াউর রহমান ৬ বছর ক্ষমতায় ছিলেন। তারপর তাকে গুলি করে হত্যা করা হয়। কিন্তু কেউ তার বিচার চায়নি।’

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের আইন অনুযায়ী ফাঁসি দেয়া হবে না, তা কী করে হয়? কানাডার সঙ্গে এই নিয়ে কথা হচ্ছে। আবার ক্ষমতায় আসলে নূর চৌধুরকে কানাডা ও রাশেদ চৌধুরীকে আমেরিকা থেকে ফিরিয়ে আনা হবে। বিএনপি ক্ষমতায় থাকার সময় রাসেদ চৌধুরীকে আমেরিকায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল।’

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর লাশ ৩২ নম্বরে ফেলে রাখা হয়েছিল। ১৬ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়েছিল। যে দেশের জন্য দিনের পর দিন জেল খেটেছেন, এতোকিছু করেছেন অথচ মৃত্যুর পরেও তার সঙ্গে বেইমানি করা হয়েছে।’

আখাউড়া সড়ক বাজারে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর