সাভারে কমেছে করোনা রোগী, নতুন শনাক্ত ৩

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-31 23:00:31

সাভারে গত কয়েকদিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তবে সোমবার আগের তুলনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র তিন জন। একদিন আগেই যার সংখ্যা ছিল ১৭ জন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬ জনে।

সোমবার (১১ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু। আক্রান্তরা ৩ জনই সাভারের বাসিন্দা।

নাজমুল হুদা মিঠু বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে আজ ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে সাভার উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়ালো। এই তিন জনের মধ্যে পোশাক শ্রমিক আছে কি না তা নিশ্চিত করে বলেন নি এই কর্মকর্তা।

তবে রোববার আক্রান্তদের মধ্যে কয়েকজন পোশাক শ্রমিক ছিল বলে জানা যায়। এর আগে শুক্রবার পর্যন্ত শনাক্ত ৬৬ জনের মধ্যে ২৯ জন পোশাক শ্রমিক ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর