ঢাকায় ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 01:11:19

যথাযথ মর্যাদায় ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

বুধবার (১৫ আগস্ট) সকাল নয়টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্সে দেশটির পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকায় অবস্থানরত ভারতীয়রা নিজের দেশের ৭২তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হাইকমিশনে উপস্থিত হয়েছেন।

১৯৪৭ সালের এ দিনে  ব্রিটিশ  শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ভারত।

পরে হাইকমিশনার দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ দেওয়া একটি বার্তাও পড়ে শোনান।

বার্তায় প্রেসিডেন্ট বলেন, সকল ভারতীয় একসঙ্গে যে কোনো সমস্যা সমাধান করতে পারব। দেশের যে কোনো অঞ্চলের বৈষম্য বিলোপ করতে পারি। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাই। সরকারের প্রকল্প বাস্তবায়নে একে নিজের কাজ মনে করি।

নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক বিশ্বাস তৈরিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশে জাতীয় শোক দিবসের মধ্যে অন্যান্য বছরের মতো এবারও ঢাকায় ভারতীয় হাই কমিশনে ছিল না অভ্যর্থনার আয়োজন। তবে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সম্পর্কিত আরও খবর