বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে গর্জে উঠেছিল কিশোরগঞ্জ

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 08:07:44

 

কিশোরগঞ্জ থেকে: ১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রত্যুষে জাতির জনক বঙ্গবন্ধুকপ সপরিবারে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছিল তৎকালীন মহকুমা শহর কিশোরগঞ্জ। তাৎক্ষণিক ঝটিকা মিছিল বের করেন একদল প্রতিবাদী তরুণ। তাদের কণ্ঠে ছিল ‘মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি শ্লোগান।

রেডিওতে বঙ্গবন্ধু হত্যার খবর শুনেই তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতারা সর্বাগ্রে প্রতিবাদ সংগঠন করেন। তারা শহরের গৌরাঙ্গ বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। এতে উপস্থিত ছিলেন জেলা সিপিবির প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, বর্তমান জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, অ্যাডভোকেট গোলাম হায়দার চৌধুরী, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্তমান সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, গণতন্ত্রী পার্টির নেতা হাবিবুর রহমান মুক্তু।

হাওর বিশেষজ্ঞ হালিম দাদ খান রেজোয়ান, জেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিকি সম্পাদক পীযুষ কান্তি সরকার, সিপিবি নেতা ডা. এনামুল হক ইদ্রিছ, অ্যাডভোকেট রফিকউদ্দিন পনির, অলক ভৌমিক, গোপাল দাস, সাংবাদিক-আইনজীবী আলী আজগর স্বপন, প্রয়াত সেকান্দর আলী, আকবর হোসেন খান, নূরুল হোসেন সবুজ, অরুণ কুমার রাউত, আব্দুল আহাদ, নির্মল চক্রবর্তী, সাইদুর রহমান মানিক ও সৈয়দ লিয়াকত আলী বুলবুল, যারা তখন জড়িত ছিলেন ছাত্র রাজনীতিতে।

প্রতিবাদকারীদের অন্যতম নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বার্তা২৪.কমকে বলেন, 'রেডিওতে ঘাতকদের গলায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার ঘোষণা শোনে আমাদের রক্তে আগুন জ্বলে। সারা শহর তখন থমথম করছে। মানুষ হতচকিত ও বিহ্বল। এরই মধ্যে আমরা ছাত্র ইউনিয়ন অফিসে সমবেত হতে থাকি। সকাল ৯টার দিকে আমরা একটি ঝটিকা মিছিল বের করি নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে।'

আরেক প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু বার্তা২৪.কমকে বলেন, 'মিছিলটি কোনক্রমে শহর প্রদক্ষিণ করতে না করতেই পুলিশ দ্রুতবেগে এসে আক্রমণ করলে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমাদের বাসায় বাসায় হানা দেওয়া হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি তখন চরম স্বৈরাচারী রূপ ধারণ করে। ফলে আমরা কিছুদিনের জন্য আত্মগোপনে চলে যাই।'

প্রতিবাদকারীদের অনেকেই বর্তমানে জীবিত নেই। কেউ কেউ ঢাকায় বা দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন। যারা জীবিত আছেন, তাদের কয়েকজন বার্তা২৪.কমকে খুনিদের বিচার সম্পন্ন করে ফাঁসি কার্যকর করায় সন্তোষ প্রকাশ করেন। তারা বঙ্গবন্ধুর খুনিদের যারা ফাঁসির রায় মাথায় নিয়ে এখনো বিদেশে পালিয়ে আছেন, তাদেরকেও অবিলম্বে দেশে ফিরিয়ে এসে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর