চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০ বস্তা সরকারি চালসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর (ফেনী) একটি দল।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার ও দু’জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-দক্ষিণ ওয়াহেদপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে নুরুজ্জামান নুরু (৩৮) ও জাকির হোসেনের ছেলে আলাউদ্দিন (২৮)। তাদের মধ্যে নুরুজ্জামান ওয়াহেদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ছোটক কমলদহ বাজার কমিটির যুগ্ম সম্পাদক।
র্যাব-৭ এর (ফেনী) ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় সরকারি চাল মজুত রাখার সাথে জড়িত নুরুজ্জামান ও তার সহযোগী আলাউদ্দিনকে আটক করার পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী নুরুজ্জামানের বাড়ির সামনের গোডাউনে অভিযান চালিয়ে ৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের পরিমাণ ১৫৮৩ কেজি।
তিনি আরো বলেন, কিছু চালের বস্তায় সরকারি দপ্তরের সিল রয়েছে। বেশির ভাগ চালের বস্তা পরিবর্তন করে আগুনে পুড়িয়ে ফেলেছেন বলে স্বীকার করেছেন আটক নুরুজ্জামান। চালগুলো তিনি সরকারি কোনো কর্মকর্তা, ব্যবসায়ী বা জনপ্রতিনিধির কাছ থেকে নিয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান চাল ছাড়াও বিভিন্ন পণ্য লুটের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চালকদের সাথে আঁতাত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থেকে রড, সয়াবিন তেল, ডাল, চিনিসহ বিভিন্ন পণ্য লুট করতেন তিনি। এছাড়া চোরাই তেল, পেট্রোল ব্যবসার সাথেও জড়িত বলে নুরুজ্জামান র্যাবের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।