ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানাতে সারাদেশে একযোগে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরবর্তীতে এই অভিযানে সফলতা পাওয়ায় আরও ৩ দিন বাড়িয়ে ৭ দিন থেকে ১০ দিন করা হয়।
গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া ১০ দিনের ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭ কোটি ৮ লাখ ১৪ হাজার ৩৭৫ টাকা জরিমানা করেন ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার (১৪ আগস্ট) ট্রাফিক সপ্তাহের শেষ দিনে পুলিশ দফতরের জনসংযোগ বিভাগ থেকে এইসব তথ্য পাওয়া যায়।
পুলিশ সদর দফতর সূত্রে আরও জানা যায়, ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মোট ১ লাখ ৮০ হাজার ২৪৯টি মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ। শুধু রাজধানীতেই মামলার সংখ্যা ৮৩ হাজার ৪৩টি।
এদিকে লাইসেন্স না থাকাসহ বেশ কয়েকটি কারণে ৭৪ হাজার ২২৪ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। জব্দ করা হয় ৫ হাজার ৪১৮ টি যানবাহন।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা বার্তা২৪.কমকে বলেন, আমরা মনে করছি ট্রাফিক সপ্তাহের কার্যক্রমের ফলে সারা দেশে সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। গাড়ির চালক ও জনগণের মাঝে সব ধরনের সচেতনতা বেড়েছে। যেটা আমাদের লক্ষ্য ছিল।